প্রিমিয়ার ইউনিভার্সিটির গণিত বিভাগের ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত ।
প্রিমিয়ার ইউনিভার্সিটির গণিত বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাপ্ত হল ক্রিকেট প্রতিযোগিতা-২০২৫। বিএসসি (অনার্স) এবং মাস্টার্স প্রোগ্রামসমূহের বিভিন্ন সেমিস্টারের ছাত্রদের সমন্বয়ে ইনফিনিটি এক্সপ্লোরার্স, অ্যালজেবরা এভেনজার্স, ইন্টিগ্রাল ইনটেলিজেন্স ও ভার্টেক্স ভিক্টোরিয়ান্স নামের চারটি টিম প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ১২ আগস্ট ২০২৫, মঙ্গলবার, সকাল ১১:৩০টায়। এতে অ্যালজেবরা এভেনজার্স টিম চ্যাম্পিয়ন, ইনফিনিটি এক্সপ্লোরার্স টিম রানার আপ এবং ভার্টেক্স ভিক্টোরিয়ান্স টিম ৩য় হয়। অ্যালজেবরা এভেনজার্স টিমের শাহরিয়ার নাহিদকে ম্যান অব দ্য ফাইনাল, ম্যান অব দ্য টুর্নামেন্ট, সেরা বোলার ও সেরা ব্যাটসম্যান ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও বিজ্ঞান অনুষদের সহকারী ডিন জনাব মোহাম্মদ ইফতেখার মনির, বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. হারাধন কুমার মহাজন সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের নিয়ে ফাইনাল খেলা উপভোগ করেন। জনাব মোহাম্মদ ইফতেখার মনির পুরস্কার বিতরণের সময় বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি সর্বদা শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে বিশ্বাসী। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গণিত বিভাগের এই ক্রিকেট টুর্নামেন্ট শিক্ষার্থীদের মাঝে দলগত কাজের মনোভাব, শৃঙ্খলা এবং বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করেছে। ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয় এ ধরনের ইতিবাচক ও অনুপ্রেরণামূলক আয়োজন অব্যাহত রাখবে।
প্রিমিয়ার ইউনিভার্সিটি গণিত ক্লাবের সহোযোগিতায় এই টুর্নামেন্টের সার্বিক সমন্বয় করেন বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদাউস।
Related News
প্রিমিয়ার ইউনিভার্সিটির গণিত বিভাগের ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন টিম ও অন্যরা ।