১২ মে ২০২৪, রবিবার, এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রিমিয়ার ইউনিভার্সিটির পক্ষ থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন, ট্রেজারার এবং প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ, বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য বোরহানুল হাসান চৌধুরী, রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমান, ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির পক্ষ থেকে এই ইউনিভার্সিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবুবকর হানিফ অংশগ্রহণ করেন।
এই সমঝোতায় রয়েছে স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম, যৌথ গবেষণা, যৌথ কনফারেন্স ও ক্রেডিট ট্রান্সফার ইত্যাদি।
অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেন, বিশ্বের সব উন্নত দেশের বিশ্ববিদ্যালয়সমূহের সঙ্গে জ্ঞানের বিনিময়ে প্রিমিয়ার ইউনিভার্সিটি আগ্রহী। আমাদের দেশ উন্নত জ্ঞান সৃষ্টি করার জন্য উন্নত প্রযুক্তির সন্ধান করবে। যেখানে তা পাবে, সেখান থেকে তা আহরণ করবে।
যৌথ শিক্ষা কার্যক্রমের চুক্তিতে প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমান এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবুবকর হানিফ স্বাক্ষর করেন।