PREMIER UNIVERSITY

Department of Mathematics

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে নবম পিইউডিএস জাতীয় বিতর্ক উৎসবের সমাপনী

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (পিইউডিএস)-এর উদ্যোগে নবম পিইউডিএস জাতীয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। এই উৎসবে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় ২৮টি বিশ্ববিদ্যালয়, আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় ১৮টি কলেজ ও আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় ২৪টি স্কুল অংশগ্রহণ করে। ২৬ ফেব্রুয়ারি ২০২২, শনিবার, সকাল থেকে দিনব্যাপী প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে বিতর্ক উৎসবের চূড়ান্ত পর্ব এবং পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্ব উদ্বোধন করে প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক। চূড়ান্ত পর্বে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল চ্যাম্পিয়ন এবং প্রিমিয়ার ইউনিভার্সিটি রানার আপ হয়। আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ চ্যাম্পিয়ন এবং মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও কলেজ রানার আপ হয়। আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় ধানমণ্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং হবিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় রানার আপ হয়। পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমান, ব্যবসা-শিক্ষা অনুষদের সহকারী ডিন এম. মঈনুল হক, গণিত বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ইফতেখার মনির, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান ও প্রক্টর আহমদ রাজিব চৌধুরী। পিইউডিএস-এর চিফ মডারেটর জুলিয়া পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড. অনুপম সেন উল্লেখ করেন, যুক্তিই হলো বিতর্কের ভিত্তি। তিনি বলেন, সভ্যতার অগ্রগতিতে সাহিত্য ও সঙ্গীতের মতো বিতর্কেরও ভূমিকা রয়েছে। বিশেষভাবে বলতে গেলে, বিতর্কের ভূমিকাই বড়ো। সক্রেটিস ও প্লেটোসহ বিশ্ববিখ্যাত অনেক দার্শনিক জ্ঞানকে এগিয়ে নিয়ে গেছেন দর্শনের মাধ্যমে, যার ভিত্তি হলো যুক্তি।
ড. সেন আরও বলেন, প্লেটোর মুখ্য রচনাগুলো, যেমন, রিপাবলিক, সিম্পোজিয়াম ইত্যাদি ডায়ালগে একজনের বক্তব্য খণ্ডন করছেন আরেকজন ডায়ালগের মধ্য দিয়ে। প্লেটোর এইসব ডায়ালগের মুখ্য বক্তা বা তার্কিক-তাত্ত্বিক হলেন সক্রেটিস।
বিশেষ অতিথির বক্তব্যে রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমান বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি বিতর্ক হলো সহশিক্ষা। এই সহশিক্ষা ব্যক্তিকে দক্ষ, অভিজ্ঞ, আত্মবিশ্বাসি ও নৈতিক করে তুলতে সহায়তা করে।
ব্যবসা-শিক্ষা অনুষদের সহকারী ডিন এম. মঈনুল হক বলেন, প্রতিষ্ঠার পর থেকে পিইউডিএস-এর অর্জন অনেক। আন্তর্জাতিক অর্জনও রয়েছে এই সংগঠনের, যা প্রিমিয়ার ইউনিভার্সিটির সুনাম বৃদ্ধি করেছে।
গণিত বিভাগের চেয়ারম্যান ইফতেখার মনির বলেন, জেনারেল এডুকেশনের অনেকাংশ জুড়েই রয়েছে বিতর্কচর্চা, সহশিক্ষা হিসেবে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান বলেন, বিতর্ক অসাধারণ একটি শিল্পমাধ্যম। সমাজকে গঠন ও উন্নত করতে বিতর্কের বিকল্প নেই।
স্বাগত বক্তব্য রাখেন পিইউডিএস-এর সভাপতি সৌমেন সরকার ও সাধারণ সম্পাদক আততিহারুল কবির তিহার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন বিভাগের চেয়ারম্যান তানজিনা আলম চৌধুরী, মডারেটর সঞ্জয় বিশ্বাস, মডারেটর হিল্লোল সাহা, মডারেটর নিলুফার সুলতানা, মডারেটর সাইফুদ্দিন মুন্না ও মডারেটর নুসরাত শারমিন।

Related Events

তড়িৎ প্রকৌশল বিভাগের উদ্যোগে ‘বাবর আলীর এভারেস্ট জয়ের গল্প’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটি গণিত বিভাগে সেমিনার অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে বুদ্ধ পূর্ণিমা উদযাপন

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির গণিত বিভাগে আন্তর্জাতিক গণিত দিবস ২০২৪ উদযাপন

Read More

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হলো প্রিমিয়ার ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আইটি ফেস্ট-২০২৪।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চট্টলবীর আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ।

Read More
Copyright © 2024 Premier University IT. All rights reserved.