ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে ‘ওয়ার্কশপ অন ওবিই কারিকুলাম : কম্পিউটেশন অব সিও-পিও অ্যাটেইনমেন্ট’
প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে ‘ওয়ার্কশপ অন ওবিই কারিকুলাম : কম্পিউটেশন অব সিও-পিও অ্যাটেইনমেন্ট’ অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে ২০২৩, মঙ্গলবার, সকাল ১০টা থেকে দিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের স্ট্রাটেজিক প্ল্যানিং এন্ড কোয়ালিটি অ্যাসিওরেন্স ডিভিশনের পরিচালক ড. দুর্গা রানী সরকার, আইকিউএসি-প্রিমিয়ার ইউনিভার্সিটির পরিচালক প্রফেসর ড. তৌফিক সাঈদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা, রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমান, আইকিউএসি-প্রিমিয়ার ইউনিভার্সিটির অতিরিক্ত পরিচালক প্রফেসর এম. মঈনুল হক ও মো. ইফতেখার মনির, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম, বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের স্ট্রাটেজিক প্ল্যানিং এন্ড কোয়ালিটি অ্যাসিওরেন্স ডিভিশনের উপ-পরিচালক জনাব বিষ্ণু মল্লিক।
সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেন, আজকের বিশ্ব শিক্ষা ও জ্ঞানের বিশ্ব। যে-জাতি যতবেশি শিক্ষিত হবে, সে-জাতি উন্নতির দিক দিয়ে ততবেশি এগিয়ে যাবে। ১৭৫৭ সালে ব্রিটিশরা বাংলা দখল করে প্রায় ১৯০ বছর শাসন করেছিল। এছাড়া তারা পৃথিবীর আরও অনেক দেশ শাসন করেছে। কারণ তাদের জ্ঞানের জোর ছিল, প্রযুক্তির জোর ছিল।
তিনি আরও বলেন, একটি দেশের ৮৫ শতাংশ সম্পদ হচ্ছে মানবসম্পদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান ও জার্মানী পরাস্ত ও ধ্বংস হওয়া সত্ত্বেও এই দুটো দেশের মানুষ জ্ঞান ও প্রযুক্তির উপর ভিত্তি করে দুটো দেশকে অনেকদূর এগিয়ে নিয়ে গেছে।
তিনি বলেন, আমাদের সেই জ্ঞান অর্জন করতে হবে, যে-জ্ঞান অর্জন করলে খুব দ্রুত আমাদের দেশের উন্নতি ঘটানো যাবে।
ড. সেন ইউজিসিকে অনুরোধ করেন দেশের যোগ্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে যেন এমফিল ও পিএইচডি গবেষণা করার অধিকার দেওয়া হয়। কারণ গবেষণার মাধ্যমে জ্ঞান সৃষ্টি হয়, দেশ এগিয়ে যায়।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের স্ট্রাটেজিক প্ল্যানিং এন্ড কোয়ালিটি অ্যাসিওরেন্স ডিভিশনের পরিচালক ড. দুর্গা রানী সরকার তাঁর বক্তব্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বলেন, বঙ্গবন্ধুর ক্যারিশমাটিক নেতৃত্বে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।
তিনি বলেন, দেশে বিশ্ববিদ্যালয় বাড়ছে। বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১১২ এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৩। এই বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪৪ লাখ। এদের প্রপার ইডুকেশন দেওয়ার জন্য ইউজিসি যে-পদক্ষেপসমূহ নিয়েছে, সেসবের অংশ ওবিই কারিকুলাম।
আইকিউএসি-প্রিমিয়ার ইউনিভার্সিটির পরিচালক প্রফেসর ড. তৌফিক সাঈদ কীভাবে পাঠ পরিকল্পনা করতে হয়, পরীক্ষার খাতা মূল্যায়ন করতে হয় এবং কোর্স আউটকাম-প্রোগ্রাম আউটকাম অ্যাটেইন ও ডকুমেন্টেশন করতে হয়, সেসব ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাদান করা ও শিক্ষার্থীদের তৈরি করাই ওবিই কারিকুলামের উদ্দেশ্য।